• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০২:১৬ পিএম

সম্প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

সম্প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ছবি: জাগরণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। তিনি বলেন, গণমাধ্যমের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সকল চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এ্যাটকোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি শিল্পী-কলাকৌশলীদের বাংলাদেশে কাজ করতে এবং বিভিন্ন ধারাবাহিক এনে বিদেশি শিল্পী দিয়ে ডাবিং করতে সরকারের অনুমোদন প্রয়োজন আছে। এটা মানা হচ্ছে না। এসব বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। 

ড. হাছান মাহমুদ গুজব বন্ধে এবং ডেঙ্গু’র সচেতনতা সৃষ্টিতে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিভিন্ন গণমাধ্যম, তার জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে তথ্য সচিব আবদুল মালেকসহ বিভিন্ন চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন।


এমএএম/টিএফ
 

আরও পড়ুন