• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৩:১৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০৩:১৬ পিএম

সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে সরকার : আমির খসরু

সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে সরকার : আমির খসরু
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী  -ছবি : জাগরণ

আজকে যখন দেশ চলছে না, স্থবির হয়ে আছে, তখন সবকিছুকে গুজব ও বিরোধীদলের ষড়যন্ত্রের বাহানা বলে চালিয়ে দিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  

বুধবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় খসরু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে, মানুষের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে ক্ষমতাসীনরা মনে করেছিল, তারা দেশ পরিচালনা করবে, কিন্তু দেশ তো চলছে না।

তিনি বলেন, বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ মহামারিতে পরিণত হয়েছে। এটা কি বিতর্কিত করার মত কোনো বিষয়? এটা কি বাংলাদেশ ও বহির্বিশ্বের মানুষ জানে না? 

আজকে বাংলাদেশের কোনো আইনের শাসন নেই মন্তব্য করে খসরু বলেন, একটি দেশের প্রধান বিচারপতিকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। এটা নিয়ে কোনো বিতর্ক আছে? 

আয়োজক সংগঠনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

 

টিএস/একেএস

আরও পড়ুন