• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০৭:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০৭:৩৯ পিএম

‘মহাদুর্গতির মধ্যে আছেন বন্যাকবলিতরা’

‘মহাদুর্গতির মধ্যে আছেন বন্যাকবলিতরা’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বন্যাদুর্গত বেশিরভাগ এলাকায় এখনও সরকারের কোনও খাদ্য ও ত্রাণ তৎপরতা পৌঁছায়নি। বেশিরভাগ বন্যাকবলিত মানুষ চরম কষ্টে জীবনযাপন করছেন।

শুক্রবার (৯ আগস্ট) মানিকগঞ্জের সাটুরিয়ার বন্যাদুর্গতদের মধ্যে খাদ্য ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, পার্টির মহানগর নেতা জুনায়েদ হোসেন, বিপ্লবী ছাত্র সংহতির ছাত্রনেতা রফিকুল ইসলাম অভি, সাব্বির হোসেন, বিজয় হোসেন, রাজকুমার পারভেজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাইফুল হক বলেন, এখনও পর্যন্ত বন্যা পরবর্তী কোনও কার্যক্রম শুরু হয়নি। দুর্গত এলাকায় শিশু ও নারীরাই বেশি বিপণ্ণ। তিনি অনতিবিলম্বে বন্যাকবলিত অঞ্চলসমূহে পর্যাপ্ত খাবার, ওষুধ, নগদ টাকা ও কৃষি পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বহীনতা ও সমন্বয়ের অভাবে বন্যাকবলিতদের দুর্ভোগ-দুরাবস্থা কেবল বেড়েই চলেছে।

টিএস/এসএমএম

আরও পড়ুন