• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ১২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০১৯, ১২:৪৩ পিএম

আ. লীগের উপদেষ্টা হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান 

আ. লীগের উপদেষ্টা হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান 
খ্যাত নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন। 

জানা গেছে, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ত্ব আতাউর রহমান বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। আতাউর রহমান একুশে পদক বিজয়ী মঞ্চ-টেলিভিশন অভিনেতা ও মঞ্চনাটক নির্দেশক। তিনি ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী মঞ্চনাটক আন্দোলনে তিনি অগ্রদূত হিসেবে রয়েছেন। মঞ্চনাটকে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০১ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে।

এএইচএস/বিএস