• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০১৯, ০৪:১০ পিএম

ছাত্রদলের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ছাত্রদলের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের ফরম বিতরণের এ কার্যক্রম শুরু হয়। ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিল হওয়ার তারিখ ঘোষণা করেছে বিএনপি। সারাদেশের নির্বাচিত কাউন্সিলর ও ডেলিগেটদের সরাসরি ভোটে সংগঠনের শীর্ষ দুই নেতৃত্ব (সভাপতি ও সাধারণ সম্পাদক) নির্ধারণ করবে ছাত্রদল। 

এদিকে, কাউন্সিল উপলক্ষে ফরম বিক্রির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রতন, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

আগামীকাল রোববারও সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ করবে ছাত্রদল।

টিএস/ এফসি

আরও পড়ুন