• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০১:৪৫ পিএম

মওদুদরা আদর্শিক শয়তান: কৃষিমন্ত্রী

মওদুদরা আদর্শিক শয়তান: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক- ছবি: জাগরণ

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আইনমন্ত্রী থাকার পরও ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। মওদুদ একটা শয়তান। এসব শয়তানের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে। মওদুদরা আদর্শিক শয়তান।’

এছাড়া জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী।

রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

কৃষিমন্ত্রী বলেন, `বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ৭৫-এর খুনি ও ৭১ এর পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছে।

দেশে দুটি ধারা চলছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘একটি স্বাধীনতার পক্ষের ধারা। অপরটি স্বাধীনতার বিরোধীদের ধারা। সঠিক ইতিহাস জানা দরকার। সঠিক ইতিহাস না জানলে জাতি বিভ্রান্ত হয়। ১৯৯৬ পর্যন্ত একটানা সামরিক শাসকদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা ৭৫ এর খুনি ও ৭১ এর পরাজিত শক্তির স্বার্থ বাস্তবায়ন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আবদুর রাজ্জাক বলেন, এ বছর বন্যায় কৃষিতে ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকার বেশি নয়। তবে কৃষকদের পুষিয়ে উঠতে বাজেটেই ১২০ কোটি টাকা বরাদ্দ দেয়া আছে। আরো সহযোগিতা করা হবে।

তিনি বলেন, এ বন্যায় বীজের ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য সরকার রবি মৌসুমের বীজ দিয়ে কৃষকদের সহযোগিতা করছে। 

এমএএম/টিএফ/আরআই
 

আরও পড়ুন