• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ০৬:১৭ পিএম

ছাত্রদলের নির্বাচন

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা ৭৫

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা ৭৫

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শেষ পর্যন্ত ৭৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি দৈনিক জাগরণকে এ তথ্য জানিয়ে বলেন, আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। শেষ সময় পর্যন্ত সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

ছাত্রদল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগামী মাস সেপ্টেম্বরের ১৪ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ওই দুই পদে মোট ১১০টি ফরম বিক্রি হয়। মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারিত ছিল। 

নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হবে আগামী ১৪ সেপ্টেম্বর। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে গত ১৭ ও ১৮ আগস্ট ফরম বিক্রি করা হয়।

টিএস/ এফসি

আরও পড়ুন