• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ০৪:৪৩ পিএম

কারাগারে খালেদা জিয়ার ৫৬০ দিন

সরকারপ্রধান প্রকাশ্যে জামিনে বাধা দিচ্ছেন : রিজভী

সরকারপ্রধান প্রকাশ্যে জামিনে বাধা দিচ্ছেন : রিজভী
রুহুল কবির রিজভী - ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫৬০ দিন ধরে কারাভোগ করছেন বলে জানিয়েছেন দলের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

খালেদা জিয়ার কারাজীবনের ৫৬০তম দিনটিকে ‘কালিমালিপ্ত দিবস’ উল্লেখ্য করে রিজভী বলেন, সুচিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে। সারাদেশের সর্বস্তরের মানুষের অব্যাহত দাবির পরও তাকে শুধুমাত্র প্রতিহিংসাপরায়ণতা চরিতার্থে কারারুদ্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছেন স্বয়ং সরকারপ্রধান নিজেই। প্রধানমন্ত্রী চোখের চিকিৎসার কথা বলে দুই দফায় দীর্ঘদিন লন্ডনে থেকে এসেছেন। শুধুমাত্র চোখের অপারেশনে এত দিন সময় লাগে কি না তা নিয়ে আমাদের কিছু বলার কিছু নেই। রোগ-ব্যাধি-জরা বলে কয়ে আসে না। 

ডেঙ্গু প্রসঙ্গে রিজভী বলেন, ডেঙ্গুতে মৃতের সংখ্যা শতাধিক ছাড়ালেও সরকার এ নিয়ে গুজব আবিষ্কারের মধ্যেই আছে। ডেঙ্গু রোগে সারাদেশ আক্রান্ত হওয়ার পরও সরকারের উচ্ছ্বাস ও তামাশারও কোনো কমতি নেই। তাই আওয়ামী নেতা-মন্ত্রীদের ফটোসেশনে কাজ হবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। 

দেশব্যাপী হত্যা, গুম, গলাকাটাকে পরম যত্নে লালন করা হচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন, ফেনীতে নিখোঁজের ৭ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার, লক্ষ্মীপুরে আলমগীর হোসেন নামে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, হবিগঞ্জে কিশোর সুমন মিয়ার ১ মাস ১০ দিন পার হয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এগুলোই এখন সংবাদ মাধ্যমে শিরোনাম। দেশজুড়ে যেন এক অন্ধকার শ্বাসরোধী পরিবেশ।

টিএস/ এফসি

আরও পড়ুন