• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০১৯, ০৫:০৯ পিএম

গুরুতর অসুস্থ অধ্যাপক মোজাফফর আহমদ

গুরুতর অসুস্থ অধ্যাপক মোজাফফর আহমদ
অধ্যাপক মোজাফফর আহমদ

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, বাম আন্দোলন এবং মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, অধ্যাপক মোজাফফর আহমদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ন্যাপ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন দৈনিক জাগরণকে জানান, গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফর আহমদের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরে অক্সিজেন কমে গেছে এবং প্রেসার অনেক বেশি উঠানামা করছে।
 
অপরদিকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথ জানান, অধ্যাপক মোজাফফর আহমদ এখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলেও ডাকে মৃদু সাড়া দিচ্ছেন। এখন অনেককে চিনতে পারছেন তিনি।

এদিকে অসুস্থতার খবরে ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে দেখতে বুধবার (২১ আগস্ট) হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মধ্যে ছিলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফী রতন। 
 
উল্লেখ্য, অধ্যাপক মোজাফফর আহমদ গত কয়েক বছর ধরে অসুস্থ হয়ে রাজধানীর বারিধারায় মেয়ের বাসায় দিন কাটাচ্ছিলেন।


টিএস/একেএস

আরও পড়ুন