• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০২:৫১ পিএম

শহীদ মিনারে শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত কমরেড মোজাফফর

শহীদ মিনারে শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত কমরেড মোজাফফর
কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা - ছবি : কাশেম হারুন

সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন অধ্যাপক মোজাফফর আহমদ। মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি কমরেড মোজাফফর আহমদের মরদেহ শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। 

শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), জাতীয় জাদুঘর, বাংলাদেশ কবিতা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ। এসময় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ ফুলে ফুলে ভরে যায়। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। 

মোজাফফর আহমদের মরদেহে শ্রদ্ধা নিবেদনের সময় তার মেয়ে আইভী আহমদ বলেন, আমার বাবা সারাজীবন গরিব মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বাংলাদেশের সংবিধানের চারটি স্তম্ভ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব মানুষের মৌলিক চাহিদা পূরণ হলেই বাবার স্বপ্নপূরণ হবে।  

এর আগে অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী, স্পিকারসহ অনেকেই অংশগ্রহণ করেন। 

এরপর ন্যাপ কার্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ তার সহযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।       

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ বায়তুল মোকাররম মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে আছর নামাজের পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজ গ্রামে অধ্যাপক মোজাফফর আহমদের দাফন হবে।

প্রসঙ্গত, এ দেশের বাম আন্দোলন ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

টিএস/ এফসি

আরও পড়ুন