• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৬:২২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৬:৫২ পিএম

প্লট পেতে ফ্ল্যাটের মালিকানা আড়াল করলেন রুমিন 

প্লট পেতে ফ্ল্যাটের মালিকানা আড়াল করলেন রুমিন 
ব্যারিস্টার রুমিন ফারহানা

সরকার ও বর্তমান সংসদকে বার বার অবৈধ বলে দাবি করে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নামে ঢাকায় ফ্ল্যাট থাকলেও তা গোপন করে সরকারের কাছে ১০ কাঠার প্লট দাবি করেছেন । 

রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নেই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এজন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। অথচ নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে জানা গেছে, রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তার একটি ফ্ল্যাট রয়েছে। সেটাকে তিনি স্থায়ী ঠিকানা হিসেবেও হলফনামায় লিখেছেন।

ইসিতে দেয়া হলফনামায় রুমিন লিখেন, আনুমানিক ১৮৫০ বর্গফুটের সেই ফ্ল্যাটি তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছেন। প্লট চাওয়ার আবেদনটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। চলতি মাসের ৩ তারিখে আবেদনটি তিনি দিয়েছেন।এতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব’।

এ বিষয়ে জানতে আবেদনে  উল্লেখ করা রুমিনের নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

এইচএস/বিএস 
 

আরও পড়ুন