• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ০১:২৮ পিএম

রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রিটা

রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রিটা
রিটা রহমান - ফাইল ছবি

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে রিটা রহমানকে দলের দলীয় প্রতীক ধানের শীর্ষের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

রংপুর-৩ আসনের মনোনয়ন পেতে গত শুক্রবার ৫ জন আবেদন ফরম জমা দিয়েছিলেন। তারা হলেন, রংপুর মহানগর বিএনপির সদ্যপ্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, যিনি রংপুর মহানগর বিএনপির সদস্য। এছাড়া জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমান ফরম জমা দেন। রিটা ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি।

অন্য তিনজন হলেন- রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।

মনোনয়ন প্রত্যাশীরা ২৫ হাজার টাকা জামানতসহ দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন বলে জানান রিজভী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধীদলীয় নেতা এই চএম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়  ও নির্বাচন কমিশন। এরপর ৫ অক্টোবর ভোটের দিন রেখে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১১ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

টিএস/ এফসি

আরও পড়ুন