• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০১:১২ পিএম

দেশের সংকট উত্তরণে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার : ফখরুল 

দেশের সংকট উত্তরণে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার : ফখরুল 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ছবি

দেশে এক ভয়াবহ সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে একদলীয় শাসন ভর করেছে। দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। সবমিলিয়ে বিপর্যয়ের মুখে মাতৃভূমি। এই সংকট থেকে উত্তরণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৃহত্তর জাতীয় ঐক্য দরকার।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত  মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। অবিলম্বে তার মুক্তি দিতে হবে। তিনি বলেন, সরকার প্রশাসনকে দখল করে ক্ষমতায় টিকে আছে। ৩০ ডিসেম্বর এদেশে কোনো ভোট হয়নি। আগের রাতেই বাক্স ভরে রাখা যায় ব্যালট দিয়ে। সরকার জোর করে  ক্ষমতায় টিকে আছে। 

বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে শেষ করে দেয়া হয়েছে। দেশ এক মহাবিপর্যয়ের মুখে।তা উত্তরণে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। 

মানবন্ধনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

টিএস/বিএস 
 

আরও পড়ুন