• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১০:১৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১০:১৫ পিএম

তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ঘোষণা

তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ঘোষণা
তারেক রহমান-ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খন্দকার এনামুল হক এনাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির ওপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর নয়াপল্টন ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আগত কাউন্সিলরবৃন্দ এক সভায় মিলিত হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে ছাত্রদলের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- উপস্থিত কাউন্সিলরগণ বিএনপির চেয়ারপারসন কিংবা তার অনুপস্থিতিতে অনুরূপ দায়িত্ব পালনরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে ঘোষণা করেন এবং এ প্রস্তাবে উপস্থিত সকল কাউন্সিলর দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেন। কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরগণ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন ও পুনর্গঠনসহ ছাত্রদলকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্রদলের গঠনতন্ত্রের সংশোধন, কাউন্সিল আহ্বান, কাউন্সিল মূলতবী করা, ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণে নির্বাচন পরিচালনা করাসহ যে কোনও সাংগঠনিক-রাজনৈতিক সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করে। এই কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কাউন্সিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনও প্রমাণ ছাড়াই তাকে কারারুদ্ধ করার নিন্দা করে এবং মিথ্যা সাজানো মামলায় বিচারের নামে তার প্রতি যে অবিচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। এই কাউন্সিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্য যেসব মিথ্যা মামলা করা হয়েছে, বিচারের নামে তার প্রতি যে শাসকদলের আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে সকল মামলা তুলে নেয়ার জোর দাবি জানায়।

টিএস/এসএমএম

আরও পড়ুন