• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৭:০১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৭:৩৮ পিএম

আ.লীগের কেউ দুর্নীতি করলে ব্যবস্থা নেবে দুদক : সেতুমন্ত্রী

আ.লীগের কেউ দুর্নীতি করলে ব্যবস্থা নেবে দুদক : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের - ছবি : জাগরণ

আওয়ামী লীগ বা দলের কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেবে। এমন তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই বিষয়ে প্রতিষ্ঠানটিকে বলা আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। দলের আগামী জাতীয় সম্মেলন উপলক্ষে করণীয় ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘আওয়ামী লীগে অপকর্ম হয়নি, কেউ করেনি- এটা বলি না। অপকর্ম হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এটা অন্তত আওয়ামী লীগে হয়, অন্য কোনো দল ব্যবস্থা নেয় না। বিএনপিও ব্যবস্থা নেয় না। আওয়ামী লীগে এই পলিটিক্যাল কনসার্ন (রাজনৈতিক সচেতনতা) আছে। কাজেই কেউ অনিয়ম-দুর্নীতি করলে শাস্তি আছে। দুদককে বলা আছে- আওয়ামী লীগের কেউ দুনীতি-অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

ছাত্রলীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি ছাত্রলীগ নিয়ে কোনো কথাই বলব না। আমি একটি শব্দও বলবে না। প্রতিদিন আপনারা এ প্রশ্নটা কেন করেন? এ নিয়ে তো আমি বলে দিয়েছি। এটা প্রধানমন্ত্রীর নিজেই দেখছেন। দায়িত্বপ্রাপ্তদের গাইডলাইন দিচ্ছেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’

সম্পাদকমণ্ডলীর এ সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মিজবাহ উদ্দিন সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি প্রমুখ।  

এএইচএস / এফসি

আরও পড়ুন