• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৭:১৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৮:১১ পিএম

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে স্বজনদের সাক্ষাৎ

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে স্বজনদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার পরিবারের ৬ সদস্য। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেন।হাসপাতালের ৬২২ নম্বর কেবিনে রয়েছেন কারাবন্দি খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের মধ্যে বড় বোন সেলিমা ইসলাম ও তার স্বামী রফিকুল ইসলামও রয়েছেন। 

এর আগে গত ৩০ আগস্ট পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। 

এইচ এম/ এফসি

আরও পড়ুন