• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৬:৪৯ পিএম

অবশেষে সিলেটে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

অবশেষে সিলেটে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

নানা নাটকীয়তার পর অবশেষে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেলো বিএনপি। যথাসময়ে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সিলেট রেজিস্ট্রি মাঠে মঙ্গলবার বেলা ২টা থেকে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি)। অপরদিকে বিএনপি ঘোষণা করে যেকোন মূল্যে তারা সমাবেশ করবে। এরপর রাতেই মঞ্চ তৈরি করে সিলেট বিএনপি। তবে মঙ্গলবার সকালে সেই মঞ্চ তছনছ অবস্থায় দেখতে পায়। অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার পর সমাবেশের অনুমতি পায় বিএনপি। 

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে এসএমপি গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন বলে দৈনিক জাগরণকে জানান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির এই দুই নেতা সকাল ৯টা ৩৩ মিনিটে পুলিশ কমিশনারের সঙ্গে মোবাইলফোনে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন।

টিএস/একেএস

আরও পড়ুন