• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০২:৪৮ পিএম

জামাত নেতা চক্কার বাড়িতে আত্মগোপনে ছিলেন সম্রাট

জামাত নেতা চক্কার বাড়িতে আত্মগোপনে ছিলেন সম্রাট
যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট-ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামের এক জামাত নেতা মুনির চৌধুরী ওরফে চক্কার বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়।

এ তথ্য জানিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম আলকড়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম গোলাম ফারুক।

র‌্যাব জানায়, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশেই কুমিল্লা গিয়েছিলেন সম্রাট। শিগগিরই সম্রাটকে নিয়ে তার বাড্ডা ও মহাখালীর বাসায় অভিযান চালানো হবে।

গোলাম ফারুক জানান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনের বোনজামাই মনির চৌধুরী চক্কা জামাতের রাজনীতির সাথে যুক্ত। মনির চৌধুরী চক্কা স্টারলাইন গ্রপের পরিচালক। তার বাড়িতেই রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। 

চৌদ্দগ্রাম থানার ওসি প্রণব কুমার সাহা বলেন, জামাত নেতা চক্কার রাজনীতির বিষয়ে তার কিছুই জানা নেই।  

মনির চৌধুরী চক্কার বাড়ি থেকে ভারতের দূরত্ব খুবই সামান্য। ভোরে তাকে আটকের পর র‌্যাব-১ এর কার্যালয়ে আনা হয়। র‌্যাব থেকে জানা হয়, ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সম্রাট। এ কারণেই কুমিল্লায় আশ্রয় নিয়েছিল সম্রাট। চক্কার বাড়ি থেকে অস্ত্রও উদ্ধার করেছে র‌্যাব। এই অস্ত্র সম্রাটের বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানায়, সম্রাটের তিন স্ত্রী। তাদের একজন থাকেন মহাখালী ডিওএইচএসে, একজন বাড্ডায়, আরেকজন সিঙ্গাপুরে। সম্রাট নিয়মিতই স্ত্রীদের কাছে আসা-যাওয়া করতেন।

সম্রাটের নামে চাঁদাবাজি, মানি লন্ডারিং, অবৈধ অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা হতে পারে বলেও জানায় র‌্যাব।

এইচএম/এসএমএম

আরও পড়ুন