• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০২:৫১ পিএম

সম্রাট ও আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার

সম্রাট ও আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার
(বাঁ থেকে) এনামুল হক আরমান ও ইসমাইল চৌধুরী সম্রাট - ফাইল ছবি

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল হক মিজু এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে শনিবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র‌্যাব। অভিযোগ রয়েছে, রাজধানীর ক্লাবপাড়ায় দীর্ঘদিন ধরে ক্যাসিনো ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সম্রাট। 

১৮ সেপ্টেম্বর র‌্যাব রাজধানীর ফকিরেরপুলের ইয়াংমেন্স ক্লাবে অভিযান চালায়। এদিন অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। রাজধানীর ক্যাসিনো ব্যবসায় খালেদের সঙ্গে রয়েছেন আরও কয়েকজন যুবলীগ নেতা। তাদেরই একজন ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

টিএস/ এএইচএস/ এফসি

আরও পড়ুন