• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৩:৫১ পিএম

নিজেদের দুর্নীতির ভারেই সরকারের পতন হবে : মওদুদ

নিজেদের দুর্নীতির ভারেই সরকারের পতন হবে : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ - ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিজেদের দুর্নীতির ভারেই এই সরকারের পতন হবে। 

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আইনজীবী সমাবেশে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন,দেশে আইনের শাসন নেই,দলীয় শাসন আছে। বর্তমান দেশ গণতন্ত্র হননের রোল মডেল।

ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে মওদুদ বলেন, দেশের কৃষকদের বঞ্চিত করে ফেনী নদীর পানি দিয়ে ভারতকে খুশি করেছে সরকার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মওদুদ বলেন,খালেদা জিয়ার জামিন সরকার চায় না, তাই হয় না। তাই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ রাজপথের আন্দোলন। 

আলোচনায় অংশ নিয়ে  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ট ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, আইনের শাসন থেকে দেশ বঞ্চিত হওয়ার কারণেই সব সমস্যা মূল কারণ। তিনি বলেন, বর্তমান সরকার ঝুলন্ত সরকার, পুলিশি শক্তির উপর টিকে আছে।দেশে ভায়াবহ নৈরাজ্য চলছে।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মইনুল হোসেন বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া অধিকার। না দেয়া অমানবিক।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আইনজীবী নেতারা।

টিএস/বিএস 
 

আরও পড়ুন