• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৯:১১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০৯:১৪ পিএম

খোকাকে নিয়ে দেশে আসার চেষ্টা করছে পরিবার

খোকাকে নিয়ে দেশে আসার চেষ্টা করছে পরিবার
সাদেক হোসেন খোকা - ফাইল ছবি

সদ্যপ্রয়াত সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে দেশে আসার জন্য চেষ্টা করছেন তার পরিবার। এজন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করছেন তারা। কবে মরদেহ দেশে আনা হবে তা বিমানের টিকিট পাওয়ার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

সোমবার (৪ নভেম্বর) রাতে ইশরাক হোসেনের বরাত দিয়ে এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় বেলা ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান। গত ১৮ অক্টোবর সকালে খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার পাশে ছিলেন স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক ও ছোট ছেলে ইশফাক হোসেন। বাবার সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে ঢাকা থেকে তার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গত ২৯ অক্টোবর নিউ ইয়র্কে যান।

টিএস/ এফসি