• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ১১:০৪ এএম

নিউইয়র্কে বিএনপি নেতা খোকার প্রথম জানাজা সম্পন্ন

নিউইয়র্কে বিএনপি নেতা খোকার প্রথম জানাজা সম্পন্ন
সাদেক হোসেন খোকার জানাজা সম্পন্ন - ছবি: সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা তার প্রতি সম্মান জানান।

প্রবাসী মার্কিন নেতাদের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সাদেক হোসেন খোকার প্রথম জানাজায় আওয়ামী লীগ, বিএনপিসহ প্রবাসী বাঙালিরাও অংশ নেন। জানাজায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাদেক হোসেন খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবে বলে  জানিয়েছেন দলের নেতারা। 

উল্লেখ্য নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা  বাংলাদেশ সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসার জন্য । তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন তারা। 

বিএস