• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৪৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৪৮ এএম

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি হারুন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি হারুন
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

বুধবার (১৩ নভেম্বর) তিনি সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

হারুনুর রশীদ বলেন, বুয়েটের ছাত্র আবরার হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। এর আগে কোনো মামলায় এত দ্রুত অভিযোগপত্র হয়েছে, তা আমার জানা নেই। এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর সদিচ্ছার জন্যই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডেও দ্রুততম সময়ে অভিযোগপত্র জমা ও বিচার হয়েছে। সদিচ্ছা থাকলে সব সম্ভব।

এর আগে, আবরার ফাহাদ হত্যা মামলায় বুধবার দুপুরে ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর আগে গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটে শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

এই মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে চারজন পলাতক আছেন। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ ঘটনার দায় স্বীকার করে ৮ জন আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ১৩ জনের ১৬১ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এইচএস/টিএফ

আরও পড়ুন