• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৭:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৭:০২ পিএম

সোমবার পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদ জানাবে বিএনপি

সোমবার পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদ জানাবে বিএনপি

পেঁয়াজের আকাশচুম্বী দাম বাড়ার কারণে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। 

শনিবার (১৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, পেঁয়াজের দাম বাড়ার পেছনে সরকারের লোকজন, আমলা ও সিন্ডিকেটরা জড়িত ও দায়ী।

এদিকে, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামীকাল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় প্রতিবাদ করার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে মহানগরীর থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

টিএস/টিএফ

আরও পড়ুন