• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০৬:১৫ পিএম

সর্বক্ষেত্রে স্থবির অবস্থা : জেএসডি

সর্বক্ষেত্রে স্থবির অবস্থা : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নেতারা বলেছেন, সরকার দেশের ব্যবসা-বাণিজ্য, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, গণতন্ত্র, শাসনতন্ত্রসহ সবকিছু ছিন্নভিন্ন করে দিয়েছে। আমদানি-রফতানি, বিনিয়োগ- সর্বক্ষেত্রে স্থবির অবস্থা। রাজস্ব খাতে ঘাটতি। শেয়ার বাজারে ধস। লাগামহীন মুদ্রাস্ফীতি। উন্নয়নের নামে অপচয় আর লুটপাট দেশের অর্থনীতিকে গর্তের দিকে ঠেলে দিচ্ছে। সকল ক্ষেত্রে ব্যর্থ এ সরকারের পতনের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। 

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল-২০১৯ এর প্রস্তুতি পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন। 

নেতারা আরও বলেন, বিদেশ থেকে হাজার হাজার পুরুষ কর্মী দেশে ফেরত আসছে, নারী কর্মীর লাশ আসছে, এর ফলে প্রবাসী আয়ের সূচক নিম্নমুখী। ঋণের ভারে জাতি জর্জরিত। দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন ধর্ষণ-হত্যা বাড়ছে। জনগণ নিরাপত্তাহীন। নৈরাজ্য-বিশৃংখলা আর সংকট থেকে উত্তরণে অংশীদারিত্বভিত্তিক জাতীয় সরকার গঠন এখন সময়ের দাবি। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিল-২০১৯ এর মাধ্যমে জেএসডিকেই জনগণকে সংকট উত্তরণের দিকে এগিয়ে নিতে হবে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি পরিষদের যুগ্ম-আহ্বায়ক মিসেস তানিয়া রব, সদস্য সচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, আবদুর রাজ্জাক রাজা, প্রচার সম্পাদক এসএম রানা চৌধুরী, কাজী আবদুস সাত্তর, অ্যাডভোকেট খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল্যাহ আল তারেক, যুব বিষয়ক শামছুল আলম নিক্সন, ঢাকা মহানগর জেএসডি নেতা নুরুল আবছার, মোশাররফ হোসেন, আবুল মোবারক প্রমুখ।

টিএস/ এফসি

আরও পড়ুন