• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৯:৩৮ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ০৯:৩৮ এএম

খালেদা জিয়ার মুক্তি দাবিতে থানা বিএনপির বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তি দাবিতে থানা বিএনপির বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল বের করে দক্ষিণখান থানা বিএনপি-ছবি : জাগরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটির ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা কমিটি।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।  

বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী হামলা ও নেতা-কর্মীদের গ্রেফতার করে এবং মিছিলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ১০ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগর সদরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানান রিজভী।

তিনি বলেন, বিক্ষোভ কর্মসূচি চলাকালে সিরাজগঞ্জ শহরে বিএনপি মিছিলের ওপর আওয়ামী সশস্ত্র ক্যাডাররা হামলা করে। এই হামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম চোখে রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন। 

ফরিদপুর জেলা বিএনপির মিছিলে পুলিশ হামলা চালায়। এতে অনেক নেতা-কর্মী আহত হন।

রাজধানীর বনানী, বাড্ডা, পল্লবী, রূপনগর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান মিরপুর, রামপুরা, তুরাগ, গুলশান, ভাটারা, বিমানবন্দর, উত্তরা পূর্ব, মোহাম্মদপুর, আদাবর, উত্তরা পশ্চিম, শাহআলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভোক্ষ মিছিল বের করে।

টিএস/এসএমএম

আরও পড়ুন