• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ১২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ১২:৩১ পিএম

পুলিশের অনুমতি না থাকায় র‌্যালি করতে পারছে না বিএনপি

পুলিশের অনুমতি না থাকায় র‌্যালি করতে পারছে না বিএনপি
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা -ছবি : জাগরণ

পুলিশের অনুমতি না থাকায় পূর্ব ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‌্যালি করতে পারছে না বিএনপি। অফিস-আদালত খোলা থাকায় জন-জীবনের ভোগান্তির অজুহাতে র‌্যালি করার অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ তুলেছে দলটি। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। এ কারণে র‌্যালি বের করেনি বিএনপি।

আজ সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে পর্যন্ত এ র‌্যালি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি কর্মসূচির কথা পুলিশকে অবগত করেছি। তারপরও আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মতো একটি দিনে তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দিচ্ছে না।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার এনামুল হক বলেন, আজকে সরকারি অফিস-আদালত খোলা। ঢাকা শহরে অনেক যানজট। এরমধ্যে র‌্যালি বের করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। জনভোগান্তি তৈরি হবে।

তিনি আরও বলেন, যেহেতু বিএনপির র‌্যালি করার অনুমতি নেই তাই তাদের র‌্যালি বের করতে দেয়া হচ্ছে না। তারপরও যদি তারা র‌্যালি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিএস/একেএস


 

আরও পড়ুন