• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৭:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৭:৫১ পিএম

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল

দ্বিজাতিতত্ত্বের হিন্দুত্ববাদী সংস্করণ : বাম জোট

দ্বিজাতিতত্ত্বের হিন্দুত্ববাদী সংস্করণ : বাম জোট

ভারতের সংসদে ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ অনুমোদিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা এ বিলকে দ্বিজাতি তত্ত্বের হিন্দুত্ববাদী সংস্করণ আখ্যায়িত করেছেন।

নেতারা বলেন, এই বিলের ফলে ভারত একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে। এতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন-বৈষম্যের ঘটনা আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বামজোটের আয়োজিত এক সভা শেষে তারা এসব আশঙ্কা প্রকাশ করেন।

গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, কেবল ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে ভারতের নাগরিকত্ব প্রদান এবং মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে এ বিধানের আওতার বাইরে রাখা এ বিলটি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট।

নেতারা বলেন, এটি ভারতের সংবিধানে বর্ণিত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের জনগণের সমঅধিকার বিলোপ করবে। ভারতে দীর্ঘদিন ধরে বসবাসরত বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করবে। মুসলিম সম্প্রদায়ের জনগণকে গুরুতর নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিবে। 

বিবৃতিতে নেতৃবৃন্দ ভারতের সরকারকে বিতর্কিত নাগরিক বিল থেকে সরে আসার আহ্বান জানান। তারা বিলের বিরুদ্ধে ভারতের জনগণের আন্দোলনের প্রতি সংহতি জানান। এ বিল সম্পর্কে বাংলাদেশের জনগণের উদ্বেগ ভারতের সরকারকে অনুষ্ঠানিকভাবে অবহিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। 

টিএস/একেএস

আরও পড়ুন