• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৯, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৭, ২০১৯, ১২:৫৪ পিএম

সন্ধ্যায় ২০ দলের বৈঠক ডেকেছেন মির্জা ফখরুল

সন্ধ্যায় ২০ দলের বৈঠক ডেকেছেন মির্জা ফখরুল

২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। 

জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান শুক্রবার সকালে বলেন, দেশের সমসমায়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে আজকের বৈঠক বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জোটের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের নাগরিকপঞ্জী, ঢাকার দুই সিটির নির্বাচন, রাজাকারের তালিকায় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়েও আলোচনা হবে।  

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারেন বলেও একটি সূত্র জানিয়েছে। 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।    

টিএস/টিএফ

আরও পড়ুন