• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৯, ০৬:৩০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৭, ২০১৯, ০৬:৩০ পিএম

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ 

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে  এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র জমা নেয়া হবে বিকেলে। সেজন্য জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা তাদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মিছিল সহকারে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

নেতাকর্মীদের পদচারণার মধ্যেই ককটেলটির বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরই আবার মিছিলে মিছিলে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক সরব হয়ে উঠে নেতাকর্মীদের শ্লোগানে। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এইচএম/বিএস