• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৩০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৩০ এএম

জাতীয় পার্টি

আবারও মুখোমুখি দেবর-ভাবি

আবারও মুখোমুখি দেবর-ভাবি
রওশন এরশাদ ও জি এম কাদের

জাতীয় পার্টিতে আবারও মুখোমুখি অবস্থানে ভাবি রওশন এরশাদ এবং দেবর জিএম কাদের। বুধবার (১৫ জানুয়ারি) রওশন এরশাদের মনোনীত ১৬ জনকে পদোন্নতির বিপরীতে শুক্রবার (১৭ জানুয়ারি) অর্ধশতাধিক নেতাকে বিভিন্ন পদ দিয়ে পাল্টা কমিটি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১৭ জানুয়ারি) পার্টির কেন্দ্রীয় কমিটিতে নতুন ২৯ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন চেয়ারম্যান জি এম কাদের। নিজের স্ত্রী ও বোনকে বানিয়েছেন উপদেষ্টা। প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিবের পদ দেয়া হয়েছে।

মাত্র তিন দিন আগে সাদের মা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার ক্ষমতাবলে সাদকে দলের কো-চেয়ারম্যানের পদ দিয়েছিলেন। রওশন যে ১৬ জনকে পদ দিয়েছিলেন, তাদের মধ্যে সাদ ছাড়া ছয়জনকে কমিটিতে রেখেছেন জি এম কাদের। 

এসএমএম

 

আরও পড়ুন