• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০১:২১ পিএম

তাবিথের নির্বাচনি প্রচারণায় হামলা

তাবিথের নির্বাচনি প্রচারণায় হামলা
তাবিথ আউয়ালের নির্বাচনি মিছিলে হামলা - ছবি : জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের বিএনপির মেয়র প্রাথী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় হামলা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলীর আনন্দনগরের তেলের মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তাবিথ।

তাবিথ আউয়াল বলেন, সকাল সাড়ে ১১টার দিকে গাবতলীর আনন্দনগরে জয় বাংলা শ্লোগান দিয়ে হামলাকারীরা মারধর করে। এসময় আমার শরীরেও ইট এসে পরে। 

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তাবিথ। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আমরা সুশৃংখলভাবে প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ আমাদের পেছনে জয়বাংলা শ্লোগান দিয়ে হামলা চালানো হয়। 

তবে দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালমা বেগম বলেন, এ রকম কোনো হামলার খবর আমরা এখনও জানি না। ৯ নম্বর ওয়ার্ড এলাকা ছেড়ে গিয়ে কল্যাণপুরের দিকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির এই মেয়রপ্রার্থী।

এই হামলার ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভয়ভীতি ছাড়া নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছিলেন তাবিথ আউয়াল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, গতকালও আমাদের মাইক-লিফলেট কেড়ে নেয়াসহ বিভিন্নভাবে বাধা দেয়া হয়েছে। 

এইচ এম