• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০৮:৫৮ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২০, ০৮:৫৮ এএম

নৌকার দুই প্রার্থীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  সমর্থন

নৌকার দুই প্রার্থীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  সমর্থন

ঢাকার সিটি কর্পোরেশন  নৌকার দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবনে ১৪ দলের সঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ সমর্থন দেওয়া হয়। মুজিববর্ষ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
  
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যর মধ্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের  অসিত বরণ  রায়,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জাসদের নাদের চৌধুরী, তরিকত ফেডারেশনের মো. আলী ফারুকী, ন্যাপের শফিক আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়–য়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় প্রমুখ।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ঢাকা দক্ষিণ সিটিতে সাবেক এমপি ফজলে নূর তাপস ও উত্তর সিটিতে আতিকুল ইসলামকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ।

এইচএস/এসকে