• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২০, ১২:২৮ পিএম

সন্ত্রাসী ও বহিরাগতদের আনাগোনা নিয়ে ওবায়দুল কাদেরের উদ্বেগ

সন্ত্রাসী ও বহিরাগতদের আনাগোনা নিয়ে ওবায়দুল কাদেরের উদ্বেগ
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওবায়দুল কাদের - ছবি : জাগরণ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী ও বহিরাগতদের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি এ-ও দাবি করেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই সিটি করপোরেশন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। 

আজ বুধবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

সেতুমন্ত্রী বলেন, আমাদের কাছে তথ্য আছে, বিএনপি সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করছে। তাদের বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর নজরদারির এবং উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি। 

এমএএম/ এফসি