• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০১:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০১:১৪ পিএম

শহীদ রাউফুন বসুনিয়া দিবসে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি 

শহীদ রাউফুন বসুনিয়া দিবসে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি 
শহীদ রাউফুন বসুনিয়া দিবসে শ্রদ্ধা নিবেদন করছে ছাত্রলীগ -ছবি : জাগরণ

শহীদ রাউফুন বসুনিয়া দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হল সংলগ্ন শহীদ রাউফুন বসুনিয়া তোরণে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রাউফুন বসুনিয়া ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী নেতা। তিনি ছিলেন স্বৈরাচারের আতঙ্ক। ১৯৮৫ সালের এই দিনে রাত ১১ টার দিকে স্বৈরাচার বিরোধী মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে তৎকালীন স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করে। যার ফলশ্রুতিতে সামরিক শাসক এরশাদ সরকারের পতন হয়। তার আত্মত্যাগ তাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসে এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত করে। গণতন্ত্রের অগ্রযাত্রায় শহীদ রাউফুন বসুনিয়ার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে চিরকাল।

এএইচএস/একেএস