• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০১:৪৭ পিএম

বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন 

বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন 
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রয়েছে। 

শনিবার সকাল থেকেই কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জোরদারে পুলিশের এ অব্স্থান। 

জানা যায়, শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। 

এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা বিক্ষোভ মিছিল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল শনিবার ১০টার দিকে জানাবে। কিন্তু এখনও আমাদের জানানো হয়নি। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ বিষয়ে বলেন, সড়কে সভা-সমাবেশ করতে হলে আগে থেকেই অনুমতি নিতে হয়। কিন্তু বিএনপি কোনো অনুমতি নেয়নি। এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা নিরাপত্তা জোরদার করেছি।

টিএস/বিএস