• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২০, ০২:২০ পিএম

‘খালেদার মুক্তির প্রক্রিয়ায় স্বাক্ষর সম্পন্ন হয়েছে’

‘খালেদার মুক্তির প্রক্রিয়ায় স্বাক্ষর সম্পন্ন হয়েছে’
খালেদা জিয়া ● ফাইল ছবি

এরই মধ্যে মুক্তির প্রক্রিয়ায় সই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছুক্ষণের মধ্যে সাজা স্থগিতের আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয় থেকে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন জানানোর কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। 

বুধবার (২৪ মার্চ) ওবায়দুল কাদের বলেন, পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন করায় এবং বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানিকতা শেষ হলেই তিনি মুক্তি পাবেন। মুক্তিতে দেরি হওয়ার কোনও কারণ নেই।

এর আগে শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 

এসএমএম