• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০, ০৪:০৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২০, ০৪:০৯ পিএম

গুজব ও অপপ্রচারে কান না দেয়ার আহ্বান কাদেরের

গুজব ও অপপ্রচারে কান না দেয়ার আহ্বান কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ● সংগৃহীত

করোনাভাইরাস জনিত কোভিড-১৯ মোকাবেলায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে, দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবায় নবতর ব্যবস্থার উন্নতি করে চলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক এই সঙ্কটে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, করোনা সঙ্কটের মধ্যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

এসএমএম