• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২০, ০৩:৪৩ পিএম

সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান

সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ● সংগৃহীত

সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও বকেয়াসহ বেতন-ভাতাদি পরিশোধের জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর এ আহবান জানান তিনি।

তিনি বলেন, এই দুর্যোগের সময়ে অনেক ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন। টেলিভিশনের সাংবাদিকরাও অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে। ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্তে হচ্ছে আবার অনেককে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।

তিনি যোগ করেন, গুজবের বিরুদ্ধে বলিষ্ঠতা রাখার জন্য সব মূলধারার গণমাধ্যমকে ধন্যবাদ। এই পরিস্থিতিতে টেলিভিশনের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাবো আপনারা কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করে দিন। সাংবাদিকদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি।

জেডএইচ/এসএমএম

আরও পড়ুন