• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ০৩:৫১ পিএম

চাল চোরদের ক্ষমা নেই : কাদের

চাল চোরদের ক্ষমা নেই : কাদের
ওবায়দুল কাদের ● ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে তাদের কঠিন শাস্তি পেতে হবে।

তিনি বলেন, চাল চোরদের ক্ষমা নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে থেকে অনলাইন ব্রিফিংকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের।

দ্রুত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণে সহযোগিতা করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগকালে সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনও ধরনের বৈষম্য মেনে নেয়া হবে না। দল, মত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

যারা ত্রাণ পাওয়ার যোগ্য শুধু তাদের দিয়েই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

ত্রাণ বিতরণে বিএনপির বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে ওবায়দুল কাদের বলেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনও তথ্য প্রমাণ নেই।

কাদের আরও বলেন, বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিনতি।

এসএমএম

আরও পড়ুন