• ঢাকা
  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৪, ২০২০, ১১:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২০, ১১:২২ পিএম

সাবেক সংসদ সদস্য মকবুলের করোনায় মৃত্যু

সাবেক সংসদ সদস্য মকবুলের করোনায় মৃত্যু
সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ● ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন।

রোববার (২৪ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিশ্চিত করেছেন।

হানিফ জানান, করোনা পজেটিভ হওয়ার পর গত তিনদিন ধরে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন হাজি মকবুল। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি।

তার ছেলে আহসাবুল ইসলাম টিটু টাঙ্গাইলের একটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

হাজি মকবুল শমরিতা মেডিকেল কলেজ ছাড়াও এক ডজনের মতো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আলহাজ্ব মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর ল কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক হাজি মকবুল হোসেন।

এসএমএম

আরও পড়ুন