• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২০, ০৯:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২০, ০৯:১৩ পিএম

‘ঈদের দিনও বিষোদগার থেকে বেরুতে পারেনি বিএনপি’

‘ঈদের দিনও বিষোদগার থেকে বেরুতে পারেনি বিএনপি’
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ● ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বিএনপি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোও আজ নাস্তানাবুদের শিকার। কোনও দেশে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বেলজিয়ামের মতো দেশে মৃত্যুর হার ১৫ শতাংশ। ব্রিটেনে ১৪, আমেরিকায় ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তানে ২ শতাংশের বেশি। আর বাংলাদেশে এ হার ১ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্যব্যবস্থা যদি খুবই খারাপ হতো, তাহলে মৃত্যুর হার অন্যান্য দেশের মতো আরও বেশি হতো।' 

মহামারি মোকাবেলায় ঐক্য দরকার উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এ মহামারির জন্য বিশ্বের কোনও দেশই প্রস্তুত ছিলো না। সবদেশে সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারি মোকাবেলা করা হচ্ছে। অন্যান্য দেশে বিরোধীদল সরকারকে পরামর্শ দিচ্ছে, অন্ধের মতো সমালোচনা করছে না। কিন্তু দুঃখের বিষয়, ঈদের দিনেও বিএনপি সমালোচনা আর বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঈদের নামাজ পড়ে জিয়াউর রহমানের মাজারে গিয়ে দোয়া করে সরকারের প্রতি বিষোদগার করেছেন। ফখরুল সাহেবসহ যারা এ ধরনের সমালোচনা করছেন, আমি তাদের বলবো- এখন বিষোদগারের সময় নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবেলা করি।

এ সময় ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিআরইউয়ের সব সদস্যকে অভিনন্দন জানিয়ে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য পরীক্ষা বুথ স্থাপন, সুরক্ষাসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ নানা পদক্ষেপের প্রশংসা ও সংগঠনটির মঙ্গল কামনা করেন তথ্যমন্ত্রী। 

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ডিআরইউ'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ডিআরইউ'র সহ-সভাপতি নজরুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ ও মুরসালিন নোমানী।

এসএমএম