• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৭, ২০২০, ০১:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২০, ০১:৪৭ পিএম

মামলার ভবিষ্যত জানতে চান খালেদা জিয়া

মামলার ভবিষ্যত জানতে চান খালেদা জিয়া
ফাইল ছবি

আইনজীবী প্যানেলে অনেকেই কাজ করলেও, মঙ্গলবার (২৬ মে) রাতে শুধু ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে জেলে যাওয়ার বিষয়ে, মাহবুব উদ্দিন খোকন অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারেননি।

এদিন দেখা করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও।

দুদকের আইনজীবী বলছেন, মুক্তির শর্ত ভাঙলেই আগের অবস্থায় ফিরে যেতে হবে খালেদা জিয়াকে।

 ৪ ঈদ জেলে কাটার পর এবার নিজ বাসায় ঈদ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঈদের দিন দেখা করেন স্থায়ী কমিটির সদস্যরা। কিন্তু পরদিন খালেদা জিয়া ডেকে পাঠান আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে।

মঙ্গলবার (২৬ মে) রাত পৌণে ৯টার খালেদা জিয়ার বাসায় ঢুকেন মাহবুব উদ্দিন খোকন। ছিলেন প্রায় এক ঘণ্টা। ২ বছর কেনো জেল খাটতে হলো বিএনপি নেত্রীর এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেননি এই আইনজীবী। সেই সাথে সব মামলার সবশেষ তথ্য জানতে চান খালেদা জিয়া। জেলে যাবার আগের মামলা নিয়ে আইনজীবীদের দেয়া প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন করা হয় মাহবুব উদ্দিন খোকনকে।

ফিরোজা থেকে বের হয়ে অনেক প্রশ্নেরই উত্তর দেননি মাহবুব উদ্দিন খোকন।

 বাড়িতে বসে চিকিৎসা নেবেন ও দেশের বাইরে যেতে পারবেন না খালেদা জিয়া মুক্তির এমন দুটি শর্ত কি ভাঙছে এমন সাক্ষাতে। দুদক আইনজীবী খুরশীদ আলম বলছেন, মুক্তির শর্ত ভাঙলেই তা বাতিল করতে পারবে সরকার।

তিনি জানান, করোনার পরই খালেদা জিয়ার সবগুলো মামলা নিয়েই আইনী লড়াইয়ে সচল হবে দুদক।

তবে খালেদা জিয়ার মুক্তির বর্তমান অবস্থা না জেনে মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী আনিসুল হক। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম

আরও পড়ুন