• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৬, ২০২০, ০২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২০, ০২:৪৯ পিএম

নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠন

নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠন
মোহাম্মদ নাসিম ● ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকাল ৪টায় বোর্ড বসবে।

রাজিউল হকের নেতৃত্বে বোর্ডে দ্বীন মোহাম্মদ, বিএসএমএমইউ এর অধ্যক্ষ ডা. কনক কান্তি বড়ুয়া থাকবেন। বোর্ডের মিটিং শেষে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসকরা ব্রিফ করবেন।

এর আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে মস্তিস্কে অস্ত্রপচার করা হয়। আগামী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার (১ জুন) সকালে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খবরা-খবর রাখছেন।

এসএমএম

আরও পড়ুন