• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৯:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২০, ১১:০৪ পিএম

‘ছয় দফার অন্তর্নিহিত দাবিই ছিল স্বাধীনতা’

‘ছয় দফার অন্তর্নিহিত দাবিই ছিল স্বাধীনতা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● সংগৃহীত

ছয় দফার কারণেই বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল আর জাগ্রত হয়েছিল চেতনা।

রোববার (৭ জুন) গণভবন থেকে ঐতিহাসিক ছয় দফা দিবসের অনলাইন আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মশতবার্ষিকী উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটির সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, ছয় দফার মাধ্যমেই বাঙালির স্বাধীকার আন্দোলনের বীজ বপন হয়েছিলো।

সভাপতির বক্তব্যে ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছয় দফাই এদেশের মানুষের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিল।

তিনি বলেন, ছয় দফার অন্তর্নিহিত দাবিই ছিল স্বাধীনতা। আর সেজন্যই দেশের আপামর জনগণ সেদিন ছয় দফার সমর্থনে রাস্তায় নেমে এসেছিল। এসেছিল বঙ্গবন্ধুর সাধের স্বাধীন বাংলার আন্দোলনে বাংলার মানুষের সমর্থন।

ছয়দফার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সর্বোপরি স্বাধীনতার সনদ ছয় দফা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।

এসএমএম

আরও পড়ুন