• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১২, ২০২০, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২০, ০৩:১২ পিএম

নাসিমের অবস্থার আরো অবনতি, সিঙ্গাপুর না পেরে ব্যাংকক নেয়ার চেষ্টা

নাসিমের অবস্থার আরো অবনতি, সিঙ্গাপুর না পেরে ব্যাংকক নেয়ার চেষ্টা
মোহাম্মদ নাসিম ● ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) তার রক্তচাপ কমে যায়। পরে অবশ্য স্বাভাবিক হয়। তিনি আইসিইউয়ে ‘ডিপ কোমায়’ রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো সে দেশটির সরকারের অনুমতি না মেলায় বিকল্প হিসেবে পরিবারের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, দুপুরে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো খারাপ।

বলা যায়, আরও কিছুটা অবনতি হয়েছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা চলছে। টাইম টু টাইম শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। 

তানভীর শাকিল জয় জানান, সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে এখনও কোনও সাড়া পাওয়া যায়নি। তাই বিকল্প হিসেবে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কাগজপত্র পাঠানো হয়েছে।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. রাজিউল হক বলেছেন, এই অবস্থায় তাকে বিদেশে নেয়াটা ঝুঁকিপূর্ণ হবে। 

গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাস (কোভিডি-১৯) লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। 

এসএমএম

আরও পড়ুন