• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৪:৪৩ পিএম

ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রাখছে বিসিবি

ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রাখছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফর যাওয়ার কথা থাকলেও সেদেশের কোভিড-১৯ টাস্কফোর্সই স্বাস্থ্যবিধি নিয়ে দুই ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের জেরে তা পিছিয়ে গেছে। সফর পিছিয়ে যাওয়ায় এবার ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি জানিয়ে বলেছেন, ক্রিকেটারদের ৩ দিনের বিশ্রাম দিয়েছে। এই ৩ দিনের মধ্যেই শ্রীলঙ্কা সফরের ভাগ্য চূড়ান্ত হবে। 

তিনি বলেন, আমরা তো পরিকল্পনার মধ্যেই আছি। এখন তিন দিনের বিরতি দিয়েছি, এই তিন দিনের মধ্যে সিদ্ধান্ত আসলে আমরা আবার অনুশীলন নিয়ে পরিকল্পনা করবো। বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) তো বলেছেন যদি সফর না হয় একটা ঘরোয়া টুর্নামেন্ট করবো। সেটা আমাদের মাথায় আছে। প্ল্যান এ, বি, সি সব করাই আছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই আছি। যেহেতু খেলোয়াড়রা ৭-৮ দিন অনুশীলন করে ফেলেছে সেহেতু একটা বিরতির দরকার আছে।

এসইউ