• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১২:৫৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০২১, ১২:৫৬ এএম

মানুষ কেন বিএনপিকে ভোট দেবে : প্রধানমন্ত্রী

মানুষ কেন বিএনপিকে ভোট দেবে : প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

এতিমখানার অর্থ আত্মসাৎ, একুশে আগস্টে গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ার কারণে বিএনপি নির্বাচনে বিজয়ের ‘আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে সোমবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘এতিমের অর্থ আত্মসাৎ, ২১ আগস্টে গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, অগ্নিসন্ত্রাদের দায়ে তাদের নেতৃত্বের দুজন দণ্ডিত আসামি, একজন দেশান্তরী । তারা যে ইলেকশন করতে পারবে, জিতবে সেই বিশ্বাসটাই তো তাদের নষ্ট হয়ে গেছে। তারা জানে, বিজয়ের কোনও সম্ভাবনাই তাদের নাই। এখন তারা ইলেকশনকে কন্ট্রোভারসিয়াল করতে চায়। তারা মানুষের মনে দ্বিধা তৈরি করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়। মানুষ কেন তাদের ভোট দেবে?’

শেখ হাসিনা বলেন, ‘মানুষ কোন সুখের স্বপ্ন, কোন আশার আলো দেখে তাদের ভোট দেবে?’ 

জাগরণ/এমএ