• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১২:১৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০২১, ০৬:২১ এএম

‘রাষ্ট্র ধর্ম পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই’

‘রাষ্ট্র ধর্ম পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই’
নিজস্ব ছবি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তন করার কোনও পরিকল্পনা আওয়ামী লীগের নেই।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে সন্দ্বীপে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুস্তাফিজুর রহমানের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সংবিধানে স্পষ্ট করে বলা আছে, রাষ্টধর্ম ইসলাম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র সব ধর্ম পালনে নিরাপত্তা দিবে।’

তিনি বলেন, মুনাফেক জিয়ার বিগড়ে যাওয়া সন্তান তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে। তার চামচারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্ট করছে।’

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, যতদিন পর্যন্ত খালেদা জিয়ার বিগড়ে যাওয়া সন্তান আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

 অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান সহ আরও অনেকে।

জাগরণ/এমএ/এমএ