• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২১, ০২:০৭ পিএম

খালেদাকে ‘স্লো পয়জন’ দেয়া হয়েছিলোকিনা জানতে চান ফখরুল

খালেদাকে ‘স্লো পয়জন’ দেয়া হয়েছিলোকিনা জানতে চান ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ● ফাইল ফটো

কারাগারে থাকা অবস্থায় বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা জানতে চেয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, যারা গুম-খুন করছে তাদের দ্বারা কোনওকিছু অসম্ভব নয়। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশে তিনি একথা বলেন। 

তিনি বলেন, সরকারকে গলা ধাক্কা দিয়ে বিদায় করতে চায় জনগণ এবং বিএনপি। সেই লক্ষ্যে সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। 

মির্জা ফখরুল বলেন, সরকার বিদায় হলে গণতন্ত্র ফিরবে, মানুষ মুক্তি পাবে, মুক্তি পাবেন খালেদা জিয়া। তাই আন্দোলন ছাড়া আর কোনও উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। 

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের যুবদলের নেতা-কর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। 

এসময় তারা মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

জাগরণ/এসএসকে